বিশ্বের প্রথম তৈরী সিনেমার ইতিহাস

বিশ্বে প্রথম তৈরী মুভি হল  Roundhay Garden Scene .  ১৮৮৮ সালে Louis Le Prince  তার আবিষ্কৃত Le Prince single-lens camera ব্যবহার করে ২৪ ফ্রেম ও ২ সেকেন্ডেরও কম দৈঘ্যের একটি মুভিং ছবি তৈরী করেন। এটি ছিল  গ্রেট ব্রিটেন ইয়র্কশায়ার রানধে শহরের ওকাউড খামারবাড়ি রোড এ মিসেস সারাহ উইথলির (লে প্রিন্স এর শাশুরি) বড়ির সাসনে থেকে। এরপর তার তৈরীকৃত যন্ত্র দিয়ে আরেকটা চলমান ছবি  Traffic Crossing Leeds Bridge তৈরী করেন এবং এটার জন্য তিনি পেটেন্ট পেয়ে যান। কিন্তু তার মুভিটাকে কিছু সংখ্যাক লোককে দেখাতে পেরেছিলেন ফলে সাধারন জনগনের কাছে কয়েক বছর অজানাই ছিল। ১৮৯৪ সালে Thomas Edison তৈরী করেন Kinetoscope নামে একটি যন্ত্র। যেটা দিয়ে চলমান ছবি দেখানো হত।এরপর ১৮৯৫ (কারো কারো মতে ১৮৯৬) সালে  Auguste and Louis Lumiere  তৈরী করেন  The Arrival of a Train at La Ciotat Station  যার দৈর্ঘ্য ছিল ৫০ সেকেন্ড।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন