মোবাইলে হারিয়ে যাওয়া ফাইল ফেরত পেতে ।

ভাইরাস জনিত সমস্যা , ভুল করে ফরমেট বা অনান্য বিভিন্ন কারনে হারিয়ে যেতে পারে আপনার দরকারি ফাইল মোবাইলের মোমরি কার্ড থেকে। তবে হারিয়ে যাওয়া ফাইল পুনরায় ফিরিয়ে আনার পুনরুদ্ধার করা সম্ভব।
জেনে নিন পদ্ধতিটি-

১। আপনার গুগল প্লে স্টোর থেকে Recuva সফটওয়্যারটি ডাউনলোড করুন বা  http://filehippo.com/download_recuva ঠিকানায় গিয়ে Recuva নামের সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। এবার ইউএসবি ডাটা ক্যাবলের মাধ্যমে ফরম্যাট করা কার্ডটা কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করুন।

২। এবার সফটওয়্যারটি রান করে নেক্সট বাটনে ক্লিক করুন। এর ফলে নতুন একটি পপ-আপ বক্স খুলে যাবে। যে ফাইলটি আপনি রিকভার করতে চান, সেটা কী ধরনের ফাইল ছিল, সেই অপশনে ক্লিক করুন। ইমেজ হলে ইমেজ ফাইল। পি ডি এফ হলে পিডিএফ।

৩। তারপরে ‘In a specific location’ ক্লিক করে মোমোরি কার্ডটি সিলেক্ট করুন ।এবার  Enable a deep scan অপশনে টিক দিয়ে Start ক্লিক করুন।

কিছু সময় পর বা মিনিট দুয়েক অপেক্ষা করলেই দেখবেন আপনার মোমোরি কার্ড থেকে ফরমেট হয়ে যাওয়া ফাইল রিস্টোর হয়ে গেছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন