অ্যাভাস্ট মোবাইল সিকিউরিটি ।

ভাইরাসমুক্ত রাখতে ল্যাপটপ বা কম্পিউটারের মত আপনার মোবাইলেও অ্যন্টিভাইরাস দিতে পারেন আপনার স্মার্ট ফোনে। অ্যাভাস্ট মোবাইল সিকিউরিটিসহ আরো বিভিন্ন এন্টিভাইরাস কোম্পানি ফ্রি দিচ্ছে এমনই সুবিধা।এর মাধ্যমে আপনার ইনস্টল করা অ্যাপলিকেশন এবং মেমোরি কার্ডেও তথ্যগুলো স্ক্যান করা যাবে। সেলফোন ট্র্যাকিং সুবিধাও পাওয়া যাবে এবং ইউ আর এল স্ক্যান করে জানিয়ে দিবে ম্যালওয়্যার আছে কি না।


এমনই একটি সফটওয়ার হল অ্যাভাস্ট এন্টিভাইরাস। এই সফটওয়ার টি পাওয়া যাবে http://goo.gl/fk7Ts এই ঠিকানায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন