বীর
শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন
স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া
হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া
হয়েছে ।
গুরুত্বের
ক্রমানুসারে বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের অন্যান্য সামরিক পদক হল - বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরই এই পদকগুলো দেয়া
হয়। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ
গেজেটের একটি অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদকপ্রাপ্তদের নাম
ঘোষণা করা হয়।
বীরশ্রেষ্ঠদের তালিকা :-
ক্রম | নাম | সেক্টর | পদবী | গ্যাজেট নম্বর |
০১ | মহিউদ্দিন জাহাঙ্গীর | বাংলাদেশ সেনা বাহিনী | ক্যাপ্টেন | ০১ |
০২ | হামিদুর রহমান | বাংলাদেশ সেনা বাহিনী | সিপাহী | ০২ |
০৩ | মোস্তফা কামাল | বাংলাদেশ সেনা বাহিনী | সিপাহী | ০৩ |
০৪ | মোহাম্মদ রুহুল আমিন | বাংলাদেশ নৌ বাহিনী | ইঞ্জিনরুম আর্টিফিসার | ০৪ |
০৫ | মতিউর রহমান | বাংলাদেশ বিমান বাহিনী | ফ্লাইট লেফটেন্যান্ট | ০৫ |
০৬ | মুন্সি আব্দুর রউফ | বাংলাদেশ রাইফেলস | ল্যান্স নায়েক | ০৬ |
০৭. | নূর মোহাম্মদ শেখ | বাংলাদেশ রাইফেলস | ল্যান্স নায়েক | ০৭ |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন