Parts Of Speech ( পদ প্রকরণ ) : Sentence বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি word বা শব্দকেই এক একটি Parts Of Speech বলে ।
যথা :
Asma went to college. এখানে Asma / went / to / college প্রত্যেকটি word এক একটি Parts Of Speech.
Parts Of Speech এর প্রকারভেদ : -
Parts Of Speech এর প্রকারভেদ : -
Parts Of Speech আট প্রকার ।
Noun কাকে বলে ? Noun কত প্রকার ও কি কি ?
Noun ( বিশেষ্য ) : যে কোন ব্যক্তি, প্রাণী, বস্তু, ভাব, ভাবনা, কাজ, অবস্থান, দোষ-গুণ, ইত্যাদির নামকে Noun বলে।
যথা : Maria, Girl, Dhaka, Book, Teacher, Water, Honesty, Happiness, Family, Sleep, Death, ইত্যাদি ।
যথা : Maria, Girl, Dhaka, Book, Teacher, Water, Honesty, Happiness, Family, Sleep, Death, ইত্যাদি ।
Noun এর প্রকারভেদ : Noun পাঁচ প্রকার ।
যথা:
1. Proper Noun ( নামবাচক বিশেষ্য )
2. Common Noun ( জাতিবাচক বিশেষ্য )
3. Collective Noun ( সমষ্টিবাচক বিশেষ্য )
4. Material Noun ( বস্তুবাচক বিশেষ্য )
5. Abstract Noun (গুণবাচক বিশেষ্য)
- Proper Noun ( নামবাচক বিশেষ্য ) : যে Noun দ্বারা কোন নিদিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বুঝায় তাকে Proper Noun বলে ।
যেমন :
-Dhaka is the capital of Bangladesh. ( Dhaka is the name of a particular capital)
- Sunny is a smart boy. ( Sunny is the name of a particular boy)
- Sunny is a smart boy. ( Sunny is the name of a particular boy)
Proper noun always starts with CAPITAL letter.
- Common Noun ( জাতিবাচক বিশেষ্য ) : যে Noun দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীকে না বুঝিয়ে সে জাতীয় সকলকে বুঝায় তাকে Common Noun বলে ।
যেমন :
- Sunny is a smart boy. (Here boy is common noun while Sunny is a proper noun)
- Rimi is a clever girl. (Here girl is common noun while Rimi is a proper noun)
- Rimi is a clever girl. (Here girl is common noun while Rimi is a proper noun)
- Collective Noun ( সমষ্টিবাচক বিশেষ্য ) : যে Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বুঝায় তাকে Collective Nounবলে ।
যেমন :
- The navy is ready for the voyage.
- Public was not aware of the incident.
- The proposal was approved by the cabinet.
- Public was not aware of the incident.
- The proposal was approved by the cabinet.
- Material Noun ( বস্তুবাচক বিশেষ্য ) : যে Noun দ্বারা কোন পদার্থের ওজন করা যায় কিন্তু গণনা করা যায়না তাকে Material Noun বলে ।
যেমন :
- The necklace is made of gold.
- The cow gives us milk.
- Give me a cup of tea.
- The cow gives us milk.
- Give me a cup of tea.
- Abstract Noun (গুণবাচক বিশেষ্য) : যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম প্রকাশ করে তাকে Abstract Nounবলে ।
যেমন :
Quality- honesty, beauty, bravery, wisdom, heroism, stupidity, darkness, kindness, goodness, brightness, etc.
Action- Judgment, movement, laughter, hatred, theft, etc.
State- Childhood, boyhood, youth, death, poverty, slavery, sickness, sleep, etc.
Action- Judgment, movement, laughter, hatred, theft, etc.
State- Childhood, boyhood, youth, death, poverty, slavery, sickness, sleep, etc.
Pronoun কাকে বলে ? Pronoun কত প্রকার ও কি কি ?
Pronoun ( সর্বনাম ) : Pronoun সাধারণত Noun বা Noun এর সমতুল্য কিছুর পরিবর্তে বসে। ইহা Noun কে প্রতিস্থাপন করে / Noun এর পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় তাকে Pronoun বলে ।
যেমন : I, me, he, she, him, his, her, they, them, it, we, us, ইত্যাদি ।
- She is a pretty girl.
- His contribution is appreciable.
- They are unbeatable.
- This job is done by them.
Pronoun এর প্রকারভেদ : ইংরেজীতে Pronoun গুলোকে নয় ভাগে ভাগ করা হয়েছে ।
1. Personal Pronoun ( ব্যক্তিবাচক সর্বনাম )
2. Possessive Pronoun ( অধিকারসূচক সর্বনাম )
3. Demonstrative Pronoun ( নির্দেশক সর্বনাম )
4. Relative Pronoun ( সম্বন্ধবাচক সর্বনাম )
5. Reflexive Pronoun ( আত্মবাচক সর্বনাম )
6. Interrogative Pronoun (প্রশ্নবোধক সর্বনাম )
7. Distributive Pronoun (বন্টন নির্দেশ
8. Indefinite Pronoun ( অনিদিষ্টবাচক সর্বনাম )
9. Reciprocal Pronoun ( পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম )
· Personal Pronoun ( ব্যক্তিবাচক সর্বনাম ) : যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে Personal Pronoun বলে ।
যেমন : I, We, Us, He, She, You, They, Our, Them ইত্যাদি ।
· Possessive Pronoun ( অধিকারসূচক সর্বনাম ) : যে Pronoun কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর অধিকার বুঝায় তাকে Possessive Pronoun বলে ।
যেমন : my, our, your, their, Yours, its, his, her, hers ইত্যাদি ।
· Demonstrative Pronoun ( নির্দেশক সর্বনাম ) : যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে Demonstrative Pronoun বলে ।
যেমন : This, That, These, Those ইত্যাদি ।
· Relative Pronoun ( সম্বন্ধবাচক সর্বনাম ) : যে Pronoun পূর্বে ব্যবহৃত কোন Noun বা Pronoun এর পরিবর্তে বসে তাকে Relative Pronoun বলে ।
যেমন: The man who came here yesterday. এখানে পূর্বে ব্যবহৃত Noun "The man" এর পরিবর্তে who বসেছে , তাই who হল Relative Pronoun.
· Reflexive Pronoun (আত্মবাচক সর্বনাম ) : যে Pronoun বাক্যের Subject কে বুঝাতে ব্যবহৃত হয় তাকে Reflexive Pronoun বলে ।
যেমন : myself, himself, themselves, yourself, herself ইত্যাদি ।
· Interrogative Pronoun (প্রশ্নবোধক সর্বনাম ) : যে Pronoun দ্বারা কোন প্রশ্ন করা বুঝায় তাকে Interrogative Pronoun বলে ।
যেমন : What, Who, Whom, Which ইত্যাদি।
- Distributive Pronoun (বন্টন নির্দেশক সর্বনাম ) : যে Pronoun দ্বারা দুই বা ততোদিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে নির্দেশ করে তাকে Distributive Pronoun বলে ।
যেমন : Each, Either, Neither ইত্যাদি ।
- Indefinite Pronoun ( অনিদিষ্টবাচক সর্বনাম ) : যে Pronoun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুকে অনিদিষ্টভাবে বুঝায় তাকে Indefinite Pronoun বলে ।
যেমন : Anyone, Somewhere, Anybody, Anyway ইত্যাদি ।
· Reciprocal Pronoun ( পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম ) : যে Noun বা Pronoun দ্বারা পারস্পরিক কাজ সম্পন্ন হওয়া বুঝায় তাকে Reciprocal Pronoun বলে ।
যেমন : Asma and Alima help each other. এখানে each other Asma ও Alima এর কাজে পারস্পরিক সম্পর্ক বুঝিয়েছে , তাই each other হল Reciprocal Pronoun.
Adjective কাকে বলে ? Adjective কত প্রকার ও কি কি ?
Adjective ( বিশেষণ ) : যে Word দ্বারা Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, পরিমান ও সংখ্যা বুঝায় তাকে Adjective বলে ।
যেমন : 1. She is a beautiful girl. 2. My Shirt is green. 3. You have three pens. 4. Belal is ill .
Adjective এর প্রকারভেদ : Adjective চার প্রকার ।
যথা :
1. Adjective of quality ( গুনবাচক বিশেষণ )
2. Adjective of quantity ( পরিমাণ বাচক বিশেষণ )
3. Adjective of number ( সংখ্যা বাচক বিশেষণ )
4. Pronominal Adjective ( সম্বন্ধ বাচক বিশেষণ )
- Adjective of quality ( গুনবাচক বিশেষণ ) : যে সকল Adjective কোন ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ ও অবস্থা প্রকাশ করে তাকে Adjective of quality বলে ।
যেমন : beautiful, bad, good, ill ইত্যাদি ।
- Adjective of quantity ( পরিমাণ বাচক বিশেষণ ) : যে Adjective দ্বারা কোন বস্তুর পরিমাণ বুঝায় তাকে Adjective of quantity বলে ।
যেমন : some, little, many, much, enough ইত্যাদি ।
- Adjective of number ( সংখ্যা বাচক বিশেষণ ) : যে Adjective দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর সংখ্যা বুঝায় তাকে Adjective of number বলে ।
যেমন : Two, Three, Ten, nine ইত্যাদি।
- Pronominal Adjective ( সম্বন্ধ বাচক বিশেষণ ) : যে Adjective কোন Noun এর পূর্বে বসে ঐ Noun এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে Pronominal Adjective বলে ।
যেমন : 1. This is my pen. 2. That is her book. 3. This is your pencil. এখানে my, her ও your যথাক্রমে Noun pen, book ও pencil এর পূর্বে বসে এদের সাথে সম্পর্ক স্থাপন করেছ , এগুলো হল Pronominal Adjective.
Verb কাকে বলে ? Verb কত প্রকার ও কি কি ?
Verb (ক্রিয়া) : Verb হচ্ছে এমন শব্দ বা শব্দ গুচ্ছ যা দ্বারা কোন কাজ, অবস্থা বা ঘটনাকে বোঝায়। ।
যেমন : go, eat, do, read, work, drink, write ইত্যাদি ।
Verb এর প্রকারভেদ : Verb প্রধানত দুই প্রকার ।
1. Principle Verb ( প্রধান ক্রিয়া )
2. Auxiliary Verb ( সাহায্যকারী ক্রিয়া )
- Principle Verb ( প্রধান ক্রিয়া ) : যে Verb অন্য কোন Verb এর সাহায্য ছাড়া স্বাধীনভাবে সম্পূর্ন অর্থ প্রকাশ করে তাকে Principle Verb বলে ।
যেমন ;1. Rasel goes to school. 2. Radi reads a book. 3. They play football. 4. Mohima wrote a letter. এই Sentence গুলোতে যথাক্রমে go, read, play ও wrote অন্য কোন Verb এর সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে তাই এগুলোকে Principle Verb বলে ।
- Auxiliary Verb ( সাহায্যকারী ক্রিয়া ) : যে সকল Verb এর নিজস্ব কোন অর্থ নেই এবং বিভিন্ন ধরনের Sentence গঠনে Principle Verb কে সাহায্য করে তাকে Auxiliary Verbবলে ।
যেমন : 1.Rasel is going to school. 2. Radi was reading a book. 3. They were playing. এই তিনটি Sentence এ is, was, were যথাক্রমে going, reading ও playing এই Principle Verb গুলোকে অর্থ প্রকাশে সাহায্য করেছে তাই এগুলোকে Auxiliary Verb বলে ।
Adverb কাকে বলে ? Adverb কত প্রকার ও কি কি ?
Adverb ( ক্রিয়া বিশেষন ) : যে Word কোন Verb, Adjective বা অন্য কোন Adverb কে modify করে তাকে Adverb বলে ।
যেমন :
যেমন :
- She writes rapidly - সে দ্রুত লেখে ।
- You are very happy - তুমি খুব সুখী ।
- The baby cries loudly - শিশুটি উচ্চস্বরে কাঁদে ।
Adverb এর প্রকার ভেদ : Adverb প্রধানত চার প্রকার ।
যথা :
1. Simple Adverb : ( সাধারণ ক্রিয়া বিশেষন )
2. Interrogative Adverb (প্রশ্নবোধক ক্রিয়া বিশেষন )
3. Relative Adverb ( সংযোজক ক্রিয়া বিশেষন )
4. Conjunctive Adverb (সংযোজক ক্রিয়া বিশেষন )
Preposition কাকে বলে ? Preposition কত প্রকার ও কি কি ?
Preposition ( পদান্বয়ী অব্যয় ) : যে Word কোন Noun বা Pronoun এর পূর্বে বসে Sentence এর অন্য কোন Word এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে ।
যেমন :
1. The pen is on the table.
2. She lives in Lakshmipur.
3. Sadia went to School.
4. Razia reads in class ten.
5. The dog is in the room.
6. Fateha sits beside her Mother.
7. Rina will go with you.
Conjunction কাকে বলে ? Conjunction কত প্রকার ও কি কি ?
Conjunction ( সংযোজন অব্যয় ) : যে Word দুটি শব্দ, বাক্য বা বাক্যংশকে যুক্ত করে তাকে Conjunction বলে ।
যেমন :
- Mr Mithu is poor but honest.
- Mithu and Rono are two brothers.
- Mita and Gita are two sisters.
- I shall wait here until you come back.
- Do or die.
- Bristi or Jhumu is guilty.
Note :এখানে but. and, until এবং or হল Conjunction. এগুলো দুটি বাক্য এবং বাক্যাংশকে যুক্ত করেছে ।
Conjunction এর প্রকারভেদ : Conjunction তিন প্রকার ।
1. Coordinating Conjunction.
2. Subordinating Conjunction.
3. Correlative Conjunction.
Interjection কাকে বলে ? Interjection বলতে কি বুঝায় ?
Interjection ( আবেগসূচক অব্যয় ) : যে Word দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা, ভয় প্রভৃতি মনের আবেগ প্রকাশ করে তাকে Interjection বলে ।
যেমন :
- Alas ! The man is dead.
- Hurrah ! We have won the match.
- Oh ! you tell a lie.
- Hush ! The baby is sleeping.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন